লেখকের কথা

সুখ-দুঃখ, হাসি কান্নায় কয়েকটা বছর এই পৃথিবীর বুকে কাটিয়ে মানুষ চলে যায়, এই পৃথিবী ছেড়ে। রয়ে যায় তাঁর কাজ। তাঁর কাজের মূল্যায়ন,ছোট-বড় অসংখ্য সুখস্মৃতি। আর থেকে যায় এই পৃথিবী,অবিচল-অনিবার্য স্থিরতা নিয়ে তাঁর আপন মহিমায়। এই হল শাশ্বত সত্য।

পৃথিবী থেকে যাবে
থেকে যাবে মাটি
থেকে যাবে ভালোবাসা
সত্যি যা খাঁটি
নাম যশ খ্যাতি নিয়ে
চলে যাবে লোক
চলে যাবে সবকিছু
রয়ে যাবে শোক
অমর সে হয়ে যাবে
রয়ে যাবে সেই
পৃথিবীকে ভালবেসে
কাজ করে যেই
পৃথিবীই শাশ্বত
একথাই খাঁটি
পৃথিবীই থেকে যাবে
রয়ে যাবে মাটি।

 

“ When the Earth is holiest then every nook and corner of the Earth is unquestionable holiest “
                                                                                                                                                  Michael Tarun